Ajker Patrika

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৪: ২২
পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেলে করে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরেক পরীক্ষার্থী আহত হয়। 

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আনোলিয়া প্রাইমারি স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তারা এসএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে উপজেলার দাওকান্দি পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। 

নিহত পরীক্ষার্থীর নাম শাহরিয়ার হাসান (১৭)। দুর্ঘটনায় গুরুতর আহত সহপাঠী মাহফুজ হাসানকে (১৭) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। 

নিহত শাহরিয়ার নাফিসের বাবা আব্দুল ওয়াহেদ ও আহত মাহফুজ হাসানের বাবার নাম নান্টু মিয়া। দুজনেরই বাড়ি উপজেলার পালশা গ্রামে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পালশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মন্ডল। 

প্রধান শিক্ষক সুব্রত মন্ডল বলেন, ‘নাফিস ও মাহফুজ তারা প্রতিবেশী। দুজনই আমার বিদ্যালয়ের ছাত্র ছিল। তাদের আজ ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষার উদ্দেশ্যে সকালে কেন্দ্রে যেতে মোটরসাইকেলে দুজনে বের হয়। পথে আনোলিয়া গ্রামের প্রাইমারি স্কুলসংলগ্ন মোড়ে একটি ইটের খামালে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির চলন্ত ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহরিয়ার নাফিস মারা যায়।’ 

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, রাস্তার পাশে ইট থাকার কারণে তারা পাশ নিতে পারেনি। এতে ওই দুই শিক্ষার্থী ট্রাকের নিচে চাপা পড়ে। তবে একজন ঘটনাস্থলে মারা গেলেও আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এসআই আরও বলেন, ট্রাকটি জব্দ করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত