দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেলে করে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরেক পরীক্ষার্থী আহত হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আনোলিয়া প্রাইমারি স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তারা এসএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে উপজেলার দাওকান্দি পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল।
নিহত পরীক্ষার্থীর নাম শাহরিয়ার হাসান (১৭)। দুর্ঘটনায় গুরুতর আহত সহপাঠী মাহফুজ হাসানকে (১৭) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত শাহরিয়ার নাফিসের বাবা আব্দুল ওয়াহেদ ও আহত মাহফুজ হাসানের বাবার নাম নান্টু মিয়া। দুজনেরই বাড়ি উপজেলার পালশা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন পালশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মন্ডল।
প্রধান শিক্ষক সুব্রত মন্ডল বলেন, ‘নাফিস ও মাহফুজ তারা প্রতিবেশী। দুজনই আমার বিদ্যালয়ের ছাত্র ছিল। তাদের আজ ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষার উদ্দেশ্যে সকালে কেন্দ্রে যেতে মোটরসাইকেলে দুজনে বের হয়। পথে আনোলিয়া গ্রামের প্রাইমারি স্কুলসংলগ্ন মোড়ে একটি ইটের খামালে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির চলন্ত ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহরিয়ার নাফিস মারা যায়।’
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, রাস্তার পাশে ইট থাকার কারণে তারা পাশ নিতে পারেনি। এতে ওই দুই শিক্ষার্থী ট্রাকের নিচে চাপা পড়ে। তবে একজন ঘটনাস্থলে মারা গেলেও আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এসআই আরও বলেন, ট্রাকটি জব্দ করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেলে করে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরেক পরীক্ষার্থী আহত হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আনোলিয়া প্রাইমারি স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তারা এসএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে উপজেলার দাওকান্দি পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল।
নিহত পরীক্ষার্থীর নাম শাহরিয়ার হাসান (১৭)। দুর্ঘটনায় গুরুতর আহত সহপাঠী মাহফুজ হাসানকে (১৭) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত শাহরিয়ার নাফিসের বাবা আব্দুল ওয়াহেদ ও আহত মাহফুজ হাসানের বাবার নাম নান্টু মিয়া। দুজনেরই বাড়ি উপজেলার পালশা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন পালশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মন্ডল।
প্রধান শিক্ষক সুব্রত মন্ডল বলেন, ‘নাফিস ও মাহফুজ তারা প্রতিবেশী। দুজনই আমার বিদ্যালয়ের ছাত্র ছিল। তাদের আজ ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষার উদ্দেশ্যে সকালে কেন্দ্রে যেতে মোটরসাইকেলে দুজনে বের হয়। পথে আনোলিয়া গ্রামের প্রাইমারি স্কুলসংলগ্ন মোড়ে একটি ইটের খামালে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির চলন্ত ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহরিয়ার নাফিস মারা যায়।’
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, রাস্তার পাশে ইট থাকার কারণে তারা পাশ নিতে পারেনি। এতে ওই দুই শিক্ষার্থী ট্রাকের নিচে চাপা পড়ে। তবে একজন ঘটনাস্থলে মারা গেলেও আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এসআই আরও বলেন, ট্রাকটি জব্দ করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
৫ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
৭ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
১৬ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
২৩ মিনিট আগে