Ajker Patrika

১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২১: ১৮
১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধান অনুমোদন করেছে। এর ফলে প্রচলিত সব ছুটির সঙ্গে পনেরো দিনের জন্য পিতৃত্বকালীন ছুটি পাবেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২৪ তম সিন্ডিকেট সভায় ছুটির বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এই বিধিতে প্রচলিত সব ছুটির সঙ্গে পনেরো দিনের জন্য পিতৃত্বকালীন ছুটির বিধান যুক্ত করা হয়েছে। 

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক শাহ্ আজম বলেন, ‘বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীরা সর্বোচ্চ দুবার পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সুযোগ পাবেন।’

সিন্ডিকেট সভায় উপাচার্য ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. ফিরোজ আহমদ, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আবু মো. দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব জহুরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনাব সুব্রত ভৌমিক, লেজিসলেটিভ বিভাগের যুগ্মসচিব জনাব মোহাম্মদ আসাদুজ্জামান নূর এবং রেজিস্ট্রার জনাব মো. সোহরাব আলী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত