আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে হামলায় সেলিম হোসেন (৩৫) নামের এক যুবক হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে নিহত সেলিমের মরদেহ নিয়ে উপজেলার সদর দেবোত্তর বাজার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় আরও ৫ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন উপজেলার দেবোত্তর ইউনিয়নের রামনগর গ্রামের জমসেদ আলীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী কে. এম. শাহীন, শ্রীকান্তপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল আওয়াল, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আসাদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের স্বতন্ত্র প্রার্থী কে. এম. শাহীন (আনারস) কর্মী-সমর্থকদের নিয়ে রায়পুর গ্রামে গণসংযোগে গেলে নৌকা মার্কার কর্মী-সমর্থকেরা হামলা চালান। হামলায় সেলিম হোসেন আহত হন। পরে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
এদিকে বিক্ষোভ মিছিল শেষে উপজেলার সদর দেবোত্তর বাজার চৌরাস্তা মোড়ে মরদেহ রেখে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসুর নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ করিমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কে. এম. শাহীন বলেন, ‘নির্বাচনী প্রচারণায় আমার কর্মী-সমর্থকদের ওপর হামলায় চালালে সেলিম হোসেন আহত হয়। আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
পাবনার আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে হামলায় সেলিম হোসেন (৩৫) নামের এক যুবক হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে নিহত সেলিমের মরদেহ নিয়ে উপজেলার সদর দেবোত্তর বাজার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় আরও ৫ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন উপজেলার দেবোত্তর ইউনিয়নের রামনগর গ্রামের জমসেদ আলীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী কে. এম. শাহীন, শ্রীকান্তপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল আওয়াল, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আসাদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের স্বতন্ত্র প্রার্থী কে. এম. শাহীন (আনারস) কর্মী-সমর্থকদের নিয়ে রায়পুর গ্রামে গণসংযোগে গেলে নৌকা মার্কার কর্মী-সমর্থকেরা হামলা চালান। হামলায় সেলিম হোসেন আহত হন। পরে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
এদিকে বিক্ষোভ মিছিল শেষে উপজেলার সদর দেবোত্তর বাজার চৌরাস্তা মোড়ে মরদেহ রেখে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসুর নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ করিমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কে. এম. শাহীন বলেন, ‘নির্বাচনী প্রচারণায় আমার কর্মী-সমর্থকদের ওপর হামলায় চালালে সেলিম হোসেন আহত হয়। আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
১০ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
২২ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩৫ মিনিট আগে