Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যার অভিযোগ, মরদেহ নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
Thumbnail image

পাবনার আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে হামলায় সেলিম হোসেন (৩৫) নামের এক যুবক হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে নিহত সেলিমের মরদেহ নিয়ে উপজেলার সদর দেবোত্তর বাজার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় আরও ৫ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন উপজেলার দেবোত্তর ইউনিয়নের রামনগর গ্রামের জমসেদ আলীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী কে. এম. শাহীন, শ্রীকান্তপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল আওয়াল, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আসাদুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের স্বতন্ত্র প্রার্থী কে. এম. শাহীন (আনারস) কর্মী-সমর্থকদের নিয়ে রায়পুর গ্রামে গণসংযোগে গেলে নৌকা মার্কার কর্মী-সমর্থকেরা হামলা চালান। হামলায় সেলিম হোসেন আহত হন। পরে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। 

এদিকে বিক্ষোভ মিছিল শেষে উপজেলার সদর দেবোত্তর বাজার চৌরাস্তা মোড়ে মরদেহ রেখে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসুর নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ করিমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। 

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কে. এম. শাহীন বলেন, ‘নির্বাচনী প্রচারণায় আমার কর্মী-সমর্থকদের ওপর হামলায় চালালে সেলিম হোসেন আহত হয়। আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়।’ 

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত