Ajker Patrika

নাটোরে বিএনপির কর্মীর বাড়িতে আগুন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৫: ৪৩
নাটোরে বিএনপির কর্মীর বাড়িতে আগুন

নাটোরের নলডাঙ্গায় এক বিএনপির কর্মীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার হরিদাখলসি কুমিল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। 

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনের বাড়ির যাবতীয় আসবাব, কৃষিপণ্য পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার হরিদাখলসি কুমিল্লাপাড়া গ্রামের বিএনপির কর্মী সিরাজ মিজির বাড়িতে একদল দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় বাড়ির ভেতর স্ত্রী, সন্তানসহ তিনি ছিলেন। পরে খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।

আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা আগুনে বাড়ির যাবতীয় আসবাব ও কৃষিপণ্য পেঁয়াজ–রসুন পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করে বিএনপি কর্মী সিরাজ মিজি বলেন, ‘জমি নিয়ে এলাকায় একপক্ষের সঙ্গে বিরোধ রয়েছে। পূর্বশত্রুতার জেরে আমার বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা।’

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুয়াজ্জামান জানান, আগুনের ঘটনা জেনে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত