Ajker Patrika

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১২: ২২
পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার সকালে নগরীর বড়কুঠি এলাকার বিপরীতে পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নৌ পুলিশের রাজশাহী মহানগর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, অজ্ঞাত এই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। পাঁচ থেকে ছয় দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ অনেক দূর থেকে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের শরীরে জখম রয়েছে। তা দেখে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। নিহত ব্যক্তির পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, সাদা স্যান্ডো গেঞ্জি এবং কাল রঙের প্যান্ট ছিল। নিহতের মুখে দাঁড়ি রয়েছে।

ওসি ওবায়দুল হক আরও জানান, স্থানীয়রা খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ নিয়ে নগরীর মতিহার থানায় মামলা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত