Ajker Patrika

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২১: ৩৩
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মো. রনি নামে এক ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী বাবা আজিবার রহমান আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান।

অভিযুক্ত ব্যক্তি হাসান রেজা, তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ী বাবা আজিবার রহমান আজকের পত্রিকাকে জানান, রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসান রেজার নেতৃত্বে কয়েকজন যুবক প্রথমে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের রাজশাহী ব্যাটারি হসপিটাল নামের একটি দোকানে তালা দেন। দোকানটির মালিক রনি।

পরে তারা রেলওয়ে মার্কেটের রাজশাহী ব্যাটারি হাউস নামে আরেকটি দোকান থেকে রনিকে তুলে নিয়ে প্রথমে শিরোইল বাস টার্মিনালের ছাদে ও পরে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নিয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রনিকে সেখানেই আটকে রাখা হয়েছিল বলে জানান তাঁর বাবা। এ ছাড়া রনিকে তুলে নেওয়ার কিছুক্ষণের মধ্যে রাজশাহী ব্যাটারি হসপিটালের মালামাল লুট করা হয়।

তিনি আরও জানান, তার দোকানে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। অনেক মালামাল লুট করা হয়েছে।

এদিকে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নগর ছাত্রলীগের নেতা হাসান রেজা বলেন, দোকানটি তার আপন খালু সাধু সেখের। রনি ও তার বাবা ভাড়ায় সেখানে ব্যবসা করেন। ভাড়া চুক্তির মেয়াদ শেষ হলেও দোকান ছাড়েনি আজিবার ও ছেলে রনি। এ কারণে রনিকে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে তুলে আনা হয়েছে। রনিকে কোন ধরনের নির্যাতন করা হয়নি। রনির কাছ থেকে তারা দোকানের কাগজপত্র বুঝে নেবেন। তবে, রনির বাবা আজিবার রহমানের দাবি, দোকান ভাড়া নয়, তিনি সাধু সেখের কাছ থেকে দোকানটি কিনে নিয়েছেন। এ নিয়ে আদালতে মামলা চলছে।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রনিকে তুলে নিয়ে যাওয়া নিয়ে তার বাবা আজিবার থানায় অভিযোগ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’ দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমার ধারণা, জামায়াতের নেতৃত্বে ভোটাররা আস্থা রাখবে না: সাক্ষাৎকারে নাহিদ ইসলাম

সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মারধরে আহত ১৫

বেনজীর আহমেদের বক্তব্যে সব পুলিশ সদস্য ক্ষুব্ধ: পুলিশ অ্যাসোসিয়েশন

গাজীপুরে রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা: আরও যা যা জানা গেল

হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত