Ajker Patrika

রাজশাহী-৬: নৌকার প্রচারে ৩৪ প্রিসাইডিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১১: ৩৪
রাজশাহী-৬: নৌকার প্রচারে ৩৪ প্রিসাইডিং কর্মকর্তা

রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত ৩৪ জন শিক্ষকের বিরুদ্ধে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।

বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থাকা আওয়ামী লীগের প্রবীণ নেতা রাহেনুল হক এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে বাঘার ১৮ জনের ব্যাপারে অভিযোগ করা হয় গত সোমবার। আর চারঘাটের ১৬ জনের ব্যাপারে অভিযোগ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। 

অভিযোগে নাম থাকা মীরগঞ্জ কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, ‘আমি আওয়ামী লীগের সমর্থক, এটা সত্য। আগে নৌকার প্রচার-প্রচারণা চালিয়েছি। তিন দিন আগে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ নিয়েছি। তারা (নির্বাচন কমিশন) বলে দিয়েছে, “আগে যা করেছেন করেছেন, এখন থেকে আর না। এখন আপনারা আমাদের। নির্বাচন সুষ্ঠু করতে হবে।” এর পর থেকে আমি আর প্রচারণায় যাইনি।’ 

স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের প্রধান নির্বাচনী এজেন্ট মেরাজুল ইসলাম বলেন, ‘এই প্রিসাইডিং কর্মকর্তারা সরাসরি নৌকার প্রার্থীর প্রচারণা চালাচ্ছেন। ভোটকেন্দ্রে গিয়ে তাঁরা অনিয়ম করতে পারেন।’

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, প্রশিক্ষণ হয়েছে, শিক্ষকেরা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তবে কে কোথায় দায়িত্ব পালন করবেন, তা তাঁরা নিজেরাও জানেন না। সুতরাং, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কাউকে নিয়ে কোনো এলাকায় আপত্তি থাকলে তাঁকে ওই এলাকায় দায়িত্ব দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত