Ajker Patrika

থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
উদ্ধার হওয়া পিস্তল, ম্যাগাজিন, গুলি। ছবি: সংগৃহীত
উদ্ধার হওয়া পিস্তল, ম্যাগাজিন, গুলি। ছবি: সংগৃহীত

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‍্যাব। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল নগরের বশড়ি এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে। আজ মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র পদ্মা নদীর ধারে কাশবনের ভেতর লুকিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে নগরের কাশিয়াডাঙ্গা থানায় এসব আগ্নেয়াস্ত্র হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত