Ajker Patrika

সাংস্কৃতিক সন্ধ্যায় সরকারের সাফল্য নিয়ে স্বরচিত গান গাইলেন ইউএনও

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৪৮
সাংস্কৃতিক সন্ধ্যায় সরকারের সাফল্য নিয়ে স্বরচিত গান গাইলেন ইউএনও

দুর্গাপুর উপজেলার কার্যক্রম প্রচারে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মাতালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা। 

গতকাল শনিবার রাতে উপজেলার কার্যক্রমের প্রচারে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় কোভিড টিকা কার্যক্রমে সরকারের সাফল্য নিয়ে নিজের লেখা ও সুর করা গান গেয়ে শোনান ইউএনও সোহেল রানা। পুরো আয়োজনই মাতিয়ে রাখেন ইউএনও। 

স্বরচিত গানে দর্শক মাতিয়ে রাখেন ইউএনও সোহেল রানাইউএনও সোহেল রানা মঞ্চে ওঠেন রাত ৯টায়। তবে দর্শকদের অনুরোধে পর্যায়ক্রমে গান পরিবেশনা করেন তিনি। দর্শকদের ভেতর থেকে একের পর এক গান শোনানোর অনুরোধ আসতে থাকলে দুই ধাপে মঞ্চে উঠে বেশ কয়েকটি গান শোনান ইউএনও। 

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা গামছা পলাশ। এ ছাড়া মঞ্চে গান গেয়েছেন পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী ও উপজেলা শিশু একাডেমির শিল্পীরা। 

স্বরচিত গানে দর্শক মাতিয়ে রাখেন ইউএনও সোহেল রানা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অশোক কুমার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত