Ajker Patrika

সুস্থ থাকতে হলে সুন্দর চিন্তা করতে হবে: রাজশাহীর বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৫৪
সুস্থ থাকতে হলে সুন্দর চিন্তা করতে হবে: রাজশাহীর বিভাগীয় কমিশনার

বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের উদ্যোগে বিশ্ব চিন্তা দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, ‘সুন্দর চিন্তা মানুষকে সুস্থ রাখে। খারাপ চিন্তা অসুস্থ করে তোলে। তাই সুস্থ থাকার জন্য সবাইকে সুন্দর কিছু নিয়েই চিন্তা করতে হবে।’ 

আজ রোববার সকালে রাজশাহী গার্লস গাইডস কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘সমীক্ষায় দেখা গেছে একজন মানুষ দিনে প্রায় ছয় হাজারটি চিন্তা করে থাকে। সুন্দর চিন্তা করলে স্তন ক্যানসার ও কোলন ক্যানসারের ঝুঁকি কমে। সংক্রমণ ও হৃদ্‌রোগের ঝুঁকি কমে। ফুসফুসের রোগ কমে যায়। স্ট্রোকের ঝুঁকি কমে।’ 

তিনি বলেন, ‘সুন্দর চিন্তা করতে হলে জ্ঞানী লোকের সাহচর্যে থাকতে হবে। তাহলে ভালো চিন্তা করা যাবে। আর ভালো চিন্তা করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। খারাপ চিন্তা দূর করতে হবে।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জাহান আরা বেগম। সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গার্লস গাইডের কিশোরীরা নৃত্য ও গান পরিবেশন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত