Ajker Patrika

পেটের ব্যথা সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি
পেটের ব্যথা সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

বগুড়ার শেরপুর উপজেলায় পেটের ব্যথা সহ্য করতে না পেরে যমুনা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতোয়ার রহমান খোন্দকার। 

গতকাল শনিবার সন্ধ্যায় নিজ ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে যমুনা। খবর পেয়ে ওই দিন রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত স্কুলছাত্রী যমুনা উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দক্ষিণ ফুলতলা গ্রামের কালাম সিকদারের মেয়ে। সে উপজেলা দ্য পারফেক্ট স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা ঢাকার এক পোশাক কারখানার কর্মচারী। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, যমুনা দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল। সম্প্রতি মেডিকেল পরীক্ষায় তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। কিন্তু অপারেশন করার মত টাকা তার বাবার কাছে ছিল না। টাকার অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। শনিবার বিকেলে হঠাৎ মেয়েটির পেটের ব্যথা বেড়ে যায়। ওই সময় ব্যথায় ছটফট করছিলেন যমুনা এবং মাকে বলে চিকিৎসকের কাছে নিয়ে যেতে। কিন্তু মায়ের কাছে টাকা না থাকায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় তার। এরপরই অভিমানে নিজ ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে যমুনা। 

আরও জানা গেছে, অনেক সময় পার হয়ে গেলেও দরজা খুলে বের হচ্ছিল না মেয়েটি। অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাচ্ছিলেন না তার মা। পরে সন্দেহ হলে স্বজনদের ডেকে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যমুনার মরদেহ দেখতে পান তারা। 

এ বিষয়ে ওসি আতোয়ার রহমান খোন্দকার বলেন, ‘যমুনার মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত