Ajker Patrika

বগুড়ায় টিএমএসএসকে ১০ লাখ টাকা জরিমানা 

বগুড়া প্রতিনিধি
Thumbnail image

বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘকে (টিএমএসএস) ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। করতোয়া নদীর পানিপ্রবাহের গতিপথে মাটি এবং বালু দিয়ে ভরাট করে নদীর ওপর চলাচলের রাস্তা নির্মাণের অভিযোগে এই জরিমানা করা হয়। এ সময় টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা না দিলে ঘটনাস্থলে উপস্থিত টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক নজিবুর রহমানকে কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে বগুড়া সদরের নওদাপাড়ায় টিএমএসএস ইকো পার্ক সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।

রায় ঘোষণার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, ‘আজ পানিউন্নয়ন বোর্ড, টিএমএসএস এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ নদী জরিপের কাজ চলে। এর আগে আমি এসে দেখেছি যে করতোয়া নদীর মধ্যে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে। সেদিন টিএমএসএস দাবি করে যে সেটা তাদের জায়গা। ওইদিন টিএমএসএস এর নির্বাহী পরিচালক মুচলেকা দিয়ে যান যে এখানে সীমানা নির্ধারণের আগে আর কাজ করা হবে না। কিন্তু আজ আমি এখানে এসে দেখি নদীর ভেতর মাটি ফেলে ভরাট করা হচ্ছে। নদীর ভেতর মাটি ফেলে রাস্তা নির্মাণ করা হচ্ছে। ফলে আইন অনুযায়ী এই আদেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত