শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ১ হাজার ২০০ বস্তা ডিএপি সার পাচার করার সময় ছয়জনকে আটক করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানকারী দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট মির্জাপুর সড়কের বামিহাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাকও আটক করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, রাজশাহীর একটি অভিযানকারী দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নাটোর থেকে কয়েকটি ট্রাকবোঝাই সরকারি আমদানীকৃত সার অজ্ঞাত স্থানে যাচ্ছে। সারগুলো অবৈধভাবে কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তারা শেরপুর থানার বামিহাল গ্রামের গ্রিন ফিল্ড এগ্রো লিমিটেডের পাশে একটি চেকপোস্ট স্থাপন করে তিনটি ট্রাকবোঝাই ১ হাজার ২০০ বস্তা ডিএপি সার আটক করে। এ সময় ছয়জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন ট্রাক তিনটির চালক মো. সবুর হোসনে (২৮), মো. রুহুল আমিন (৩০) ও মো. তানবীর হোসেন (২৩) এবং সহকারী মো. ইমরান হোসেন (২৩) মো. রাকিব হোসেন (১৯) ও মো. বিশু (২২)। এই মামলায় অপর এক আসামি মো. তুলা মিয়া (৩৮) পলাতক রয়েছেন। আটক সারের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি চক্র নিয়মিতভাবে সরকারি আমদানীকৃত সার অবৈধভাবে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করে আসছে। আটককৃতরা ওই চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, র্যাব আটককৃত সার, তিনটি ট্রাক ও ছয়জনকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
বগুড়ার শেরপুরে ১ হাজার ২০০ বস্তা ডিএপি সার পাচার করার সময় ছয়জনকে আটক করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানকারী দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট মির্জাপুর সড়কের বামিহাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাকও আটক করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, রাজশাহীর একটি অভিযানকারী দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নাটোর থেকে কয়েকটি ট্রাকবোঝাই সরকারি আমদানীকৃত সার অজ্ঞাত স্থানে যাচ্ছে। সারগুলো অবৈধভাবে কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তারা শেরপুর থানার বামিহাল গ্রামের গ্রিন ফিল্ড এগ্রো লিমিটেডের পাশে একটি চেকপোস্ট স্থাপন করে তিনটি ট্রাকবোঝাই ১ হাজার ২০০ বস্তা ডিএপি সার আটক করে। এ সময় ছয়জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন ট্রাক তিনটির চালক মো. সবুর হোসনে (২৮), মো. রুহুল আমিন (৩০) ও মো. তানবীর হোসেন (২৩) এবং সহকারী মো. ইমরান হোসেন (২৩) মো. রাকিব হোসেন (১৯) ও মো. বিশু (২২)। এই মামলায় অপর এক আসামি মো. তুলা মিয়া (৩৮) পলাতক রয়েছেন। আটক সারের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি চক্র নিয়মিতভাবে সরকারি আমদানীকৃত সার অবৈধভাবে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করে আসছে। আটককৃতরা ওই চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, র্যাব আটককৃত সার, তিনটি ট্রাক ও ছয়জনকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
চট্টগ্রামে রমজান উপলক্ষে নামমাত্র ‘এক টাকা’ মূল্যে চাল, ছোলা, ডাল, তেল, ডিমসহ ২১ রকমের পণ্য নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ সোমবার সকালে নগরীর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সহায়তায় ‘এক টাকায় রোজার বাজার’ কর্মসূচির মাধ্
২ মিনিট আগেরাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে আলতাফ শাহ (৫২) নামের এক কৃষক নিখোঁজ রয়েছেন। তাঁর জমিতে মগজসদৃশ এক টুকরা মাংস এবং কিছুটা দূরে রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ সোমবার ফসলের জমিতে গিয়ে আলতাফের মগজসদৃশ বস্তু দেখা যায়। খুনের পর তাঁর লাশ গুম
৬ মিনিট আগেরাজধানীর বনানীতে নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার (১০ মার্চ) বিকেলে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া)...
১৬ মিনিট আগেকুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ইয়ারুল দুই পুলিশ সদস্য হত্যা মামলার প্রধান আসামি। তিনি বাড়িতে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ইয়ারুলের বিরুদ্ধে নাশকতাসহ আরও পাঁচটি মামলা রয়েছে। বর্তমানে মামলাটি নৌ পুলিশের তদন্তাধীন।
১৭ মিনিট আগে