Ajker Patrika

বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৩, ১৮: ০০
বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেপ্তার

বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি চঞ্চল ওরফে ইমরানকে (৩২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার নওদাপাড়া গ্রামের এক জঙ্গলে পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চঞ্চল ওই এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আফজালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি, প্রশাসন) স্নিগ্ধ আখতার। 

এসপি স্নিগ্ধ আখতার বলেন, ‘রোববার দুপুরে গাবতলী থানা থেকে পুলিশের একটি ভ্যান পাঁচজন আসামি নিয়ে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসে। পুলিশের গাড়ি থেকে আসামিদের নামানোর সময় কৌশলে হাতকড়া খুলে চঞ্চল ওরফে ইমরান পালিয়ে যান। এর আগে শনিবার বিকেলে দুটি চোরাই মোটরসাইকেলসহ তাঁকে গাবতলী থানা-পুলিশ গ্রেপ্তার করে।’

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার আরও বলেন, চঞ্চলের বিরুদ্ধে গতকাল রাতেই বগুড়া সদর থানায় পুলিশি হেফাজত থেকে পালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। আজ সোমবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত