Ajker Patrika

নাটোর থেকে এসে রাজশাহীতে গাড়ি ভাঙচুর, আটক ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নাটোর থেকে এসে রাজশাহীতে গাড়ি ভাঙচুর, আটক ২

রাজশাহীর পুঠিয়ায় তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধে একটি বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। 

আটক দুজনের নাম বাঁধন ও মুকুট। তাঁদের বাড়ি নাটোরে। তাঁরা ছাত্রদলের কর্মী বলে পুলিশকে জানিয়েছেন। 
বাস ও ট্রাক ভাঙচুরের কারণে স্থানীয়রা তাঁদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। কয়েকটি মোটরসাইকেলে চড়ে ৮০-১০ জন ছাত্রদল কর্মী নাটোর থেকে রাজশাহী এসেছিলেন। ভাঙচুর করা মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবপুর বাজারে অবরোধকারীরা রাজশাহী-রংপুর রুটে চলাচলকারী একটি বাস ভাঙচুর করতে শুরু করেন। তখন বাসের ভেতরে থাকা প্রায় অর্ধশত যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। নারী ও শিশুরা কান্না শুরু করেন। বাসের ভাঙা কাচে এক বৃদ্ধসহ দুজন আহত হন। অবরোধকারীদের অন্য আরেকটি দল দুটি ট্রাক ভাঙচুর করে। এ সময় স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশে দেন। অন্যরা তখন দ্রুত পালিয়ে যান। 

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা ছাত্রদলের কর্মী বলে জানিয়েছেন। বাস-ট্রাক ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত