ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
রমজানের শুরু থেকেই পাবনার ভাঙ্গুড়া উপজেলার সর্বত্র লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। এখানে সাহরি-ইফতার ও তারাবির নামাজের সময়েও থাকছে না বিদ্যুৎ। পবিত্র রমজান মাসে সাহরি-ইফতার ও তারাবির নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও তা মানছে না পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রথম রোজা থেকেই এ উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটে বেড়েছে। পৌরশহরের চেয়ে উপজেলার গ্রামগুলোতে লোডশেডিং হচ্ছে বেশি। বিদ্যুৎ বিভ্রাটে ভ্যাপসা গরমে তারাবি নামাজ পড়তে দুর্ভোগ পোহাতে হচ্ছে মুসল্লিদের। আর সাহরির সময় বিকল্প বাতিতে সারতে হচ্ছে রান্না-বান্না ও খাওয়া-দাওয়ার কাজ।
উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া গ্রামের বাসিন্দা খলিলুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রথম রোজা থেকেই এলাকায় ঠিকমতো বিদ্যুৎ থাকছে না। সাহরি-ইফতার ও তারাবির নামাজের সময় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কেমন লাগে বলেন?’
উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ফরিদ সরকার বলেন, ‘প্রতিদিন ৩ / ৪ বার করে বিদ্যুৎ আসা-যাওয়া করে। ইফতারের সময় প্রায়ই বিদ্যুৎ থাকছে না। দিন দিন গরমের তীব্রতার সঙ্গে লোডশেডিং বাড়ছে।’
উপজেলার গ্রামের ভবানীপুর গ্রামের কামরুজ্জামান মানিক বলেন, ‘তারাবি নামাজের সময় ঠিকমতো বিদ্যুৎ থাকছে না। গরমে নামাজ আদায় করতে মুসল্লিদের কষ্ট পোহাতে হচ্ছে। গত বুধবার রাতে তারাবি নামাজের পুরোটা সময়ই বিদ্যুৎ ছিল না। গতকাল বৃহস্পতিবার রাতে তারাবি নামাজ অর্ধেক শেষ হলে বিদ্যুৎ আসে।’
এ বিষয়ে পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (ভাঙ্গুড়া সাব জোনাল অফিস) মোহাম্মদ মনির হোসেন মুঠোফোনে বলেন, ‘বিবিয়ানা গ্যাস ফিল্ডের সমস্যার কারণে সারা দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে। এ কারণে লোডশেডিং করতে হচ্ছে। গ্যাস সংকট দূর হলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।’
রমজানের শুরু থেকেই পাবনার ভাঙ্গুড়া উপজেলার সর্বত্র লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। এখানে সাহরি-ইফতার ও তারাবির নামাজের সময়েও থাকছে না বিদ্যুৎ। পবিত্র রমজান মাসে সাহরি-ইফতার ও তারাবির নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও তা মানছে না পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রথম রোজা থেকেই এ উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটে বেড়েছে। পৌরশহরের চেয়ে উপজেলার গ্রামগুলোতে লোডশেডিং হচ্ছে বেশি। বিদ্যুৎ বিভ্রাটে ভ্যাপসা গরমে তারাবি নামাজ পড়তে দুর্ভোগ পোহাতে হচ্ছে মুসল্লিদের। আর সাহরির সময় বিকল্প বাতিতে সারতে হচ্ছে রান্না-বান্না ও খাওয়া-দাওয়ার কাজ।
উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া গ্রামের বাসিন্দা খলিলুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রথম রোজা থেকেই এলাকায় ঠিকমতো বিদ্যুৎ থাকছে না। সাহরি-ইফতার ও তারাবির নামাজের সময় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কেমন লাগে বলেন?’
উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ফরিদ সরকার বলেন, ‘প্রতিদিন ৩ / ৪ বার করে বিদ্যুৎ আসা-যাওয়া করে। ইফতারের সময় প্রায়ই বিদ্যুৎ থাকছে না। দিন দিন গরমের তীব্রতার সঙ্গে লোডশেডিং বাড়ছে।’
উপজেলার গ্রামের ভবানীপুর গ্রামের কামরুজ্জামান মানিক বলেন, ‘তারাবি নামাজের সময় ঠিকমতো বিদ্যুৎ থাকছে না। গরমে নামাজ আদায় করতে মুসল্লিদের কষ্ট পোহাতে হচ্ছে। গত বুধবার রাতে তারাবি নামাজের পুরোটা সময়ই বিদ্যুৎ ছিল না। গতকাল বৃহস্পতিবার রাতে তারাবি নামাজ অর্ধেক শেষ হলে বিদ্যুৎ আসে।’
এ বিষয়ে পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (ভাঙ্গুড়া সাব জোনাল অফিস) মোহাম্মদ মনির হোসেন মুঠোফোনে বলেন, ‘বিবিয়ানা গ্যাস ফিল্ডের সমস্যার কারণে সারা দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে। এ কারণে লোডশেডিং করতে হচ্ছে। গ্যাস সংকট দূর হলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।’
ঝটিকা মিছিলের ছবি দেখে খুলনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ শাহনেওয়াজ।
১ সেকেন্ড আগেশেকৃবির আবু রায়হান বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, তাই আমরা বিরোধিতা করছি।’ পরে শেকৃবির শিক্ষার্থীরা ডিএইর ডিজির কাছে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপরীতে নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।
৬ মিনিট আগেসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
১০ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
১৮ মিনিট আগে