নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে ‘অশোভন’ আচরণের অভিযোগে এক ছাত্রীকে শোকজ করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে ওই ছাত্রীর কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এতে ওই ছাত্রীকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত ওই শোকজের চিঠিতে বলা হয়, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী ‘ঘুটঘুটে’ অন্ধকারের মধ্যে সাতজন ছেলে ও একজন মেয়ের সঙ্গে বসে ছিলেন। ওই সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিচয় জানতে চাইলে ওই ছাত্রী তাঁদের সঙ্গে ‘তর্ক’ ও ‘অসদাচরণ’ করেন। এ ছাড়া ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের আইন মানবেন না, নিজের মতো চলবেন এবং প্রক্টরিয়াল বডিকে যা পারে তা করতে বলেন।
ওই ছাত্রীর এই বক্তব্যকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে শোকজের ওই চিঠিতে আরও বলা হয়, এটি প্রচলিত নিয়মের লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না উল্লেখ করে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। অন্যথায় একতরফাভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রী বলেন, ‘আমরা কয়েকজন মিলে রাত সাড়ে ৮টার দিকে গান করছিলাম। তবে কারণ দর্শানোর নোটিশে সাড়ে ১০টার কথা উল্লেখ করা হয়েছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন মানব না বা যা করার করেন এমন কোনো কথা বলিনি। বরং প্রক্টরিয়াল বডির সদস্যরাই আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করা হয়েছে। তাঁর জবাবের পরিপ্রেক্ষিতে আমাদের ডিসিপ্লিনারি কমিটি ব্যবস্থা নেবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে ‘অশোভন’ আচরণের অভিযোগে এক ছাত্রীকে শোকজ করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে ওই ছাত্রীর কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এতে ওই ছাত্রীকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত ওই শোকজের চিঠিতে বলা হয়, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী ‘ঘুটঘুটে’ অন্ধকারের মধ্যে সাতজন ছেলে ও একজন মেয়ের সঙ্গে বসে ছিলেন। ওই সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিচয় জানতে চাইলে ওই ছাত্রী তাঁদের সঙ্গে ‘তর্ক’ ও ‘অসদাচরণ’ করেন। এ ছাড়া ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের আইন মানবেন না, নিজের মতো চলবেন এবং প্রক্টরিয়াল বডিকে যা পারে তা করতে বলেন।
ওই ছাত্রীর এই বক্তব্যকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে শোকজের ওই চিঠিতে আরও বলা হয়, এটি প্রচলিত নিয়মের লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না উল্লেখ করে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। অন্যথায় একতরফাভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রী বলেন, ‘আমরা কয়েকজন মিলে রাত সাড়ে ৮টার দিকে গান করছিলাম। তবে কারণ দর্শানোর নোটিশে সাড়ে ১০টার কথা উল্লেখ করা হয়েছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন মানব না বা যা করার করেন এমন কোনো কথা বলিনি। বরং প্রক্টরিয়াল বডির সদস্যরাই আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করা হয়েছে। তাঁর জবাবের পরিপ্রেক্ষিতে আমাদের ডিসিপ্লিনারি কমিটি ব্যবস্থা নেবে।’
চাঁপাইনবাবগঞ্জে দোকানদার রমজান আলী হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।
১ ঘণ্টা আগে১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, আকিজ ও মিফতাহর বিরুদ্ধে মামলা করেছে ইসলামী ব্যাংক। আজ রোববার (১৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করা হয়।
২ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সহকারী রেজিস্ট্রার এহসান হাবিব টানা ৮ বছর পর স্বপদে পুনর্বহাল হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন তিনি।
২ ঘণ্টা আগেচেম্বারে নারী শিক্ষার্থীর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ দাবি করেছেন, তাঁকে জিম্মি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তিনি তিন লাখ টাকা পরিশোধও করেছেন।
২ ঘণ্টা আগে