Ajker Patrika

নলডাঙ্গায় খেতে কাজ করার সময় ‘হিট স্ট্রোকে’ প্রবাসীর মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নলডাঙ্গায় খেতে কাজ করার সময় ‘হিট স্ট্রোকে’ প্রবাসীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় তীব্র তাপ প্রবাহে ভুট্টা খেতে কাজ করার সময় অসুস্থ হয়ে এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে।

মৃত ওই প্রবাসীর নাম খায়রুল ইসলাম (৪৬)। তিনি উপজেলার খাজুরার উজানপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতরের ছুটি কাটাতে সৌদি আরব থেকে বাড়িতে আসেন খায়রুল। মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে তিনি নিজের খেত থেকে ভুট্টা তুলতে মাঠে যান। শ্রমিকেরা ভুট্টা তুলছিলেন এ সময় খায়রুল তাঁদের সহযোগিতা করছিলেন। খেতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শ্রমিকেরা তাঁকে বাড়িতে নেন। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া প্রস্তুতির সময় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

তাঁর পরিবারের দাবি, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে মারা গেছেন। আসরের নামাজের পর খায়রুল ইসলামের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

খাজুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, খায়রুল ইসলাম সকাল ৮টার দিকে শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন। এ সসময় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে চিকিৎসা করালে তিনি কিছুটা সুস্থ হন। পরে ১০টার দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত