Ajker Patrika

ভাঙ্গুড়ায় খেলায় হেরে বিজয়ী দলের ওপর হামলা, আহত ৭ 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়ায় খেলায় হেরে বিজয়ী দলের ওপর হামলা, আহত ৭ 

পাবনার ভাঙ্গুড়ায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলায় হেরে গিয়ে বিজয়ী দলের ওপর হামলা চালিয়েছে পরাজিত দলের খেলোয়াড়রা। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার মন্ডলমোড়ে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত জনি (১৩), নিয়ন (১৪), রাসেল (১৪), সাগর (১৩), গোলাম রাব্বী (১৪), শান্ত (১৪) ও শিপনকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, আজ শনিবার বিকেলে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রুপসী উচ্চ বিদ্যালয় ও সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় দল মুখোমুখি হয়। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় ৪-০ গোলে জয়লাভ করে রুপসী উচ্চ বিদ্যালয় দল। খেলা শেষে সন্ধ্যায় অটোভ্যান যোগে বাড়ি ফিরছিল রূপসী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। পথে উপজেলার মন্ডলমোড়ে তাদের গাড়ির গতিরোধ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। এ সময় তাদেরকে লাঠি দিয়ে বেধড়ক পিটানো হয়। এতে রুপসী উচ্চ বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। 

এ ঘটনায় রুপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, ‘খেলায় হেরে গিয়ে ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আক্রোশমূলক হামলা চালিয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এখনো হাসপাতালেই শিক্ষার্থীদের পাশে রয়েছি।’ 

রুপসী উচ্চ বিদ্যালয়ের আহত শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুব দুঃখজনক। এর জন্য আমি ভীষণ লজ্জিত। ঘটনা শোনামাত্র ইউএনও স্যারের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি এবং তাদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।’ 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত