Ajker Patrika

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৫: ৫৩
Thumbnail image

সিরাজগঞ্জের কামারখন্দে প্রায় ছয় ঘণ্টার ব্যবধানে ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। 

শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার হালুয়াকান্দি সম্মিলিত ঈদগাহ মাঠের পশ্চিম পাশে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ফারজানা নামের এক নারীর মৃত্যু হয়। ফারজানা পাবনা জেলার সুজানগর উপজেলার সাবির ভিটা এলাকার বাসিন্দা। ওই নারী কামারখন্দ উপজেলার এক সরকারি কর্মকর্তার বাসায় বেড়াতে এসেছিলেন। 

এদিকে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের ১ নম্বর লাইনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ট্রেনের খাবার পরিবেশ করা এক কর্মচারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনে খাবার পরিবেশন করা সাদা পোশাক পরিহিত বিল্লাল হোসেন ব্রাদার্স কোম্পানির (বিবিসি) এক কর্মচারী প্ল্যাটফর্মে নেমে কিছু একটা কেনার চেষ্টা করেন। এর মধ্যেই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দিলে দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। 

কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার প্রভাত কুমার দাস দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এক নারীর মৃত্যু হয়। ওই নারীর লাশ পুলিশ নিয়ে গেছে। এ ছাড়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খাবার পরিবেশন করা ওই ব্যক্তি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনেই কাটা পড়ে মারা যান এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। 

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়া ব্যক্তির বিষয়টি শুনেছি। ঘটনার স্থলে পুলিশ পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত