Ajker Patrika

বেলকুচিতে সুতার মেশিন থেকে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

বেলকুচিতে সুতার মেশিন থেকে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার মেশিনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে পৃথক স্থানে কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বাসতলা ও ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—শিউলী খাতুন (৩২) ও মারুফ হোসেন (১৩)

বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার। 

নিহত শিউলী খাতুন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বাসতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী এবং মারুফ হোসেন তামাই গ্রামের মৃত শামীমের ছেলে। 

পুলিশ বলছে, বিদ্যুৎ চালিত সুতার টুইষ্টিং মেশিনে কাজ করার সময় আজ বিকেলে নিজ নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয় শিউলী ও মারুফ। 

স্থানীয়দের বরাতে ওসি খায়রুল বাশার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিউলির পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আর মারুফের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত