বগুড়া প্রতিনিধি
ভেতর থেকে বন্ধ ছিল দরজা। দুর্গন্ধ ছড়াচ্ছিল ঘর থেকে। এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে খবর দেয় পুলিশকে। সেখানে পৌঁছে পুলিশ দরজা খুলে কক্ষ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম বাটুল মণ্ডল (৪০)। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা গ্রামের অপু মণ্ডলের ছেলে।
বাটুল মণ্ডল প্রায় দুই বছর ধরে পোড়াপাড়া এলাকার একটি টিনের বেড়া দিয়ে ঘর তৈরি করে থাকতেন। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কাহালু থানার উপপরিদর্শক (এসআই) আনহার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
এসআই বলেন, বাটুলের স্ত্রী বগুড়া শহরে গৃহকর্মীর কাজ করেন। দুই সন্তান নিয়ে এ কারণে তিনি শহরেই থাকেন। বাটুল গ্রামের ওই বাড়িতে একাই থাকতেন। এলাকাবাসী পুলিশকে জানিয়েছে গত শুক্রবার রাতে তাঁকে সর্বশেষ বাড়ি ফিরতে দেখেন। এরপর আজ তাঁর শয়ন কক্ষ থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়।
এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভেতর থেকে বন্ধ ছিল দরজা। দুর্গন্ধ ছড়াচ্ছিল ঘর থেকে। এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে খবর দেয় পুলিশকে। সেখানে পৌঁছে পুলিশ দরজা খুলে কক্ষ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম বাটুল মণ্ডল (৪০)। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা গ্রামের অপু মণ্ডলের ছেলে।
বাটুল মণ্ডল প্রায় দুই বছর ধরে পোড়াপাড়া এলাকার একটি টিনের বেড়া দিয়ে ঘর তৈরি করে থাকতেন। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কাহালু থানার উপপরিদর্শক (এসআই) আনহার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
এসআই বলেন, বাটুলের স্ত্রী বগুড়া শহরে গৃহকর্মীর কাজ করেন। দুই সন্তান নিয়ে এ কারণে তিনি শহরেই থাকেন। বাটুল গ্রামের ওই বাড়িতে একাই থাকতেন। এলাকাবাসী পুলিশকে জানিয়েছে গত শুক্রবার রাতে তাঁকে সর্বশেষ বাড়ি ফিরতে দেখেন। এরপর আজ তাঁর শয়ন কক্ষ থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়।
এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতিসহ সাত মামলার আসামি নজির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ইমামবাঐ গ্রামের বাসিন্দা।
১ মিনিট আগেপুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করবেন। গত ১৮ ফেব্রুয়ারি মামলার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত।
১১ মিনিট আগে১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর সংলগ্ন এলাকা। তপ্ত দুপুরে মিছিলে যোগ দেন ছাত্রসহ বিভিন্ন স্তরের মানুষ। তাঁদের একজন আব্দুল জব্বার। মিছিল এগোতে পুলিশের গুলিতে...
৩৩ মিনিট আগেনোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে এরশাদ উল্যাহ (২৮) ও নাজমা আক্তার (৩৯) নামের দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে মাইজদী হাউজিং বালুর মাঠের ডা. রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাঁদের আটক...
৪১ মিনিট আগে