Ajker Patrika

ম্যালেরিয়ায় আক্রান্ত রাবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৭: ০৪
ম্যালেরিয়ায় আক্রান্ত রাবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী মুজাহিদ হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ বুধবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাবির আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান। 

নিহত মুজাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গ্রামে। 

রাবির আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান আজকের পত্রিকাকে বলেন, আমাদের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ হাসান ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। হাসিবুল আলম প্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 

বিভাগ ও মুজাহিদের সহপাঠী সূত্রে জানায়, গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহার ছুটিতে মুজাহিদ বাসায় গিয়েছিলেন। সেখান তাঁর ম্যালেরিয়া ধরা পড়ে। এরপর তিনি জন্ডিস রোগে আক্রান্ত হন। পরে তাঁর শরীরের অবস্থা খারাপ হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত