Ajker Patrika

বগুড়ায় স্কুলে যাওয়ার পথে ভ্যান থেকে পড়ে স্কুলছাত্রী নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
Thumbnail image

বগুড়ার আদমদীঘিতে স্কুলে যাওয়ার পথে ভ্যান থেকে পড়ে আরমিন (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে সে পড়ে যায়। আজ মঙ্গলবার সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কে বিদ্যাপীঠ স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আরমিন আদমদীঘি সদর উপজেলার সুদিন গ্রামের ইউসুফ আলীর মেয়ে। সে উপজেলার শহরের শিশু নিকেতন স্কুলে পড়ত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনে মতো এদিনও আরমিন ভ্যানে চেপে স্কুলে যাচ্ছিল। নওগাঁ-বগুড়া মহাসড়কে বিদ্যাপীঠ স্কুলের সামনে পৌঁছলে ভ্যানচালক হঠাৎ মোড় নেন। এ সময় পিছন থেকে একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে বসে থাকা আরমিন পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা আউদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে মেয়ের মৃত্যুর খবর শোনার পর তাঁর বাবা ইউসুফ আলী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত