Ajker Patrika

কমিটির দ্বন্দ্বে প্রধান শিক্ষকের কক্ষে তালা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৩ মে ২০২৪, ০৯: ৪১
কমিটির দ্বন্দ্বে প্রধান শিক্ষকের কক্ষে তালা

রাজশাহী মহানগরীর নওদাপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এই দ্বন্দ্বের জেরে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে দুটি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রধান শিক্ষক তাঁর কার্যালয়ে ঢুকতে পারেননি।

নতুন সভাপতি গতকাল পরিচিতি সভা করতে বিদ্যালয়ে এসে দেখেন প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলছে। খবর পেয়ে পুলিশ এলেও বিকেল পর্যন্ত কোনো সমাধান হয়নি।

সকালে নগরীর সপুরা এলাকায় অবস্থিত এই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষকের কার্যালয়ে দুটি তালা ঝুলছে। পাশের একটি কক্ষে পুলিশসহ সবাই অবস্থান করছেন। সেখানে নতুন কমিটির সভাপতি রাজশাহী মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুন নবী দাবি করেন, শিক্ষা বোর্ড তাঁকে সভাপতি করে নতুন কমিটি দিয়েছে। সেই কমিটির পরিচিতি সভা ডাকা হয়েছে; কিন্তু তিনি বিদ্যালয়ে এসে দেখেন প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলছে। প্রধান শিক্ষক তাঁর কার্যালয়ে ঢুকতে পারেননি। তাঁরা সভাও করতে পারেননি।

আগের কমিটির সভাপতি রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী বলেন, ‘আমার কমিটির মেয়াদ শেষ হবে আগামী ১৫ মে। তারপর নতুন কমিটি দায়িত্ব নেবে। এ বিষয়ে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের একটি চিঠিও দেখান।’

প্রধান শিক্ষক খোন্দকার নাহিদা নাসরিন বলেন, নতুন একটি কমিটি হলে পুরোনো কমিটির আর অস্তিত্ব থাকে না। সেই হিসেবে নতুন কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। একটি সভা করেছে। গতকাল সেই কমিটির সদস্যরা পরিচিতি সভা করতে এসেছিলেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক বলেন, ‘নতুন কমিটি ১৬ মে থেকে দায়িত্ব পালন করবে। এ বিষয়ে আমরা একটি সংশোধনী আদেশ জারি করেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত