Ajker Patrika

রাজশাহীতে ২৩৮ গ্রাম হেরোইনসহ তরুণ আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৯: ০৪
রাজশাহীতে ২৩৮ গ্রাম হেরোইনসহ তরুণ আটক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২৩৮ গ্রাম হেরোইনসহ এক তরুণকে আটক করা হয়েছে। তাঁর নাম আহমেদ আফনান ওরফে হযরত (২০)। গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায় তাঁর বাড়ি। 

র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল আজ বুধবার বেলা ১টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। 

বিকেলে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ঢাকাগামী একটি বাসে যাত্রীবেসে হেরোইন নিয়ে যাচ্ছিলেন হযরত। গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা মোড়ে বাসটিকে থামায় র‍্যাব। এ সময় জানালা খুলে পালানোর চেষ্টা করেন হযরত। তখন তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে সঙ্গে হেরোইন পাওয়া যায়। এ নিয়ে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত