Ajker Patrika

একসঙ্গে ডেঙ্গু-করোনায় আক্রান্ত, গর্ভের সন্তানসহ প্রাণ গেল নারীর

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
একসঙ্গে ডেঙ্গু-করোনায় আক্রান্ত, গর্ভের সন্তানসহ প্রাণ গেল নারীর

বগুড়া শাজাহানপুর উপজেলায় ডেঙ্গু জ্বর এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গর্ভবতী এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সহকারী পরিচালক জাকারিয়া রানা। তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা ওই নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর পেটের বাচ্চাকেও বাঁচানো যায়নি।’

মৃত ওই নারীর নাম—রোকসানা খাতুন (২৭)। তিনি ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের জাবির হাসানের স্ত্রী। ওই দম্পতি শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি এলাকায় বসবাস করতেন। 

ওই নারীর স্বামী জাবির হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আগামী ২৮ আগস্ট ডেলিভারি হওয়ার কথা ছিল। এর মধ্যে প্রচণ্ড জ্বর এবং শরীরে ব্যথা নিয়ে গত ১৭ জুলাই (সোমবার) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। সে সময় পরীক্ষায় ডেঙ্গু রোগ ধরা পড়ে। করোনা পরীক্ষার জন্য নমুনাও নেন চিকিৎসকেরা।’ 

তিনি আরও বলেন, ‘গতকাল বুধবার বিকেল ৪টার দিকে করোনা পরীক্ষার ফলাফল থেকে জানতে পারি, আমার স্ত্রী করোনা রোগেও আক্রান্ত হয়েছ। ওই দিন বিকেল ৬টার দিকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রীর মৃত্যু হয়। সঙ্গে পেটের সন্তানও মারা গেছে। পরে রাত ১০টার দিকে ডেমাজানী কুন্দইশ গ্রামে ওর বাবার বাড়িতে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।’ 

এ বিষয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সহকারী পরিচালক জাকারিয়া রানা আজকের পত্রিকাকে বলেন,

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত