Ajker Patrika

আদমদীঘিতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন মাগুর পট্টি এলাকা থেকে প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ আফ্রিকার মাগুর মাছের পোনা জব্দ করা হয়েছে। 

গতকাল রোববার রাতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে এ মাছের পোনা জব্দ করেন। অভিযানের সময় পুলিশ ও মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ীরা পালিয়ে যান। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, উপজেলা সদরের তালসন মাগুর পট্টিতে যশোর জেলা থেকে প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ আফ্রিকার মাগুর মাছের পোনা নিয়ে আসা হয়। এরপর ওই পোনা মাছগুলো প্লাস্টিকের ড্রামে রেখে সংরক্ষণ করেন ব্যবসায়ীরা। এমন সংবাদেও ভিত্তিতে গতকাল রাতে থানা-পুলিশের সহায়তা নিয়ে মাগুর পট্টিতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করা হয়। অভিযানের সময় ঘটনার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে জব্দ করা মাগুর মাছের পোনা প্রকাশ্যে মাটির নিচে পুতে ধ্বংস করা হয়। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা নিষিদ্ধ আফ্রিকার মাগুর মাছের পোনা জব্দ করার বিষয়টি নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত