নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নগর ভবনে ঢুকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক নারী কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরের এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। তবে হামলাকারী কাউকে তিনি চিনতে পারেননি বলে পুলিশের কাছে জানিয়েছেন।
ভুক্তভোগী ওই নারীর নাম বর্ষা রানী সাহা (২৮)। তিনি রাসিকের তথ্যকেন্দ্রের কর্মী। নগর ভবনের নিচতলায় তাঁর অফিস। ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ওই নারী। পরে থানায় অভিযোগ করতে যান। তখন মোবাইলে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলে জানান। কিন্তু পরবর্তীতে আবার কল করা হলে ধরেননি বর্ষা রানী সাহা।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, হাতে ব্যান্ডেজ নিয়ে ওই নারী থানায় আসেন। তিনি দাবি করেছেন যে, নগর ভবনে ঢুকে তিন তরুণ তাকে মারধর করেন। এরপর একজন ছুরিকাঘাত করেন। তবে তিনি কাউকে চেনেন না বলে দাবি করেছেন।
ওসি বলেন, ‘ওই নারীর স্বামীও থানায় এসেছিলেন। এখন থেকে স্বামীর সঙ্গে অফিসে যাতায়াত করার জন্য ওই নারীকে পরামর্শ দেওয়া হয়েছে। আর অভিযোগটি গ্রহণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীন বলেন, ‘ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা বলতে পারব না। বর্ষা আমার কাছে এসে কিছু জানাননি। চিকিৎসার পর থানায় জিডি করতে গেছেন বলে শুনেছি। কেন এমন ঘটনা ঘটেছে সে বিষয়টি আমরাও জানার চেষ্টা করছি।’
নগর ভবনে ঢুকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক নারী কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরের এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। তবে হামলাকারী কাউকে তিনি চিনতে পারেননি বলে পুলিশের কাছে জানিয়েছেন।
ভুক্তভোগী ওই নারীর নাম বর্ষা রানী সাহা (২৮)। তিনি রাসিকের তথ্যকেন্দ্রের কর্মী। নগর ভবনের নিচতলায় তাঁর অফিস। ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ওই নারী। পরে থানায় অভিযোগ করতে যান। তখন মোবাইলে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলে জানান। কিন্তু পরবর্তীতে আবার কল করা হলে ধরেননি বর্ষা রানী সাহা।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, হাতে ব্যান্ডেজ নিয়ে ওই নারী থানায় আসেন। তিনি দাবি করেছেন যে, নগর ভবনে ঢুকে তিন তরুণ তাকে মারধর করেন। এরপর একজন ছুরিকাঘাত করেন। তবে তিনি কাউকে চেনেন না বলে দাবি করেছেন।
ওসি বলেন, ‘ওই নারীর স্বামীও থানায় এসেছিলেন। এখন থেকে স্বামীর সঙ্গে অফিসে যাতায়াত করার জন্য ওই নারীকে পরামর্শ দেওয়া হয়েছে। আর অভিযোগটি গ্রহণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীন বলেন, ‘ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা বলতে পারব না। বর্ষা আমার কাছে এসে কিছু জানাননি। চিকিৎসার পর থানায় জিডি করতে গেছেন বলে শুনেছি। কেন এমন ঘটনা ঘটেছে সে বিষয়টি আমরাও জানার চেষ্টা করছি।’
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৫ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩২ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৯ মিনিট আগে