Ajker Patrika

পাবনায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৪০ 

পাবনা ও বেড়া প্রতিনিধি
পাবনায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৪০ 

পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নে শিয়ালের কামড়ে ৩ গ্রামের শিশু, বৃদ্ধ, মহিলাসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাটিয়াখড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী আহত রেহেনা খাতুন জানান, তিনি গতকাল রাতে বাড়ির আঙিনায় অবস্থান করছিলেন। এ সময় বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে শিয়ালের দল এসে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁর ক্ষতস্থানে ৯টি সেলাই দিতে হয়েছে বলেও জানান তিনি।

রেহেনা খাতুন আরও জানান, ঘটনার পর গ্রামবাসীদের প্রতিরোধের মুখে শিয়ালের দল পালিয়ে যায়। এর মধ্যে একটি শিয়াল আটক করে পিটিয়ে মেরে ফেলেছে গ্রামবাসীরা।

এ বিষয়ে স্থানীয় পশু চিকিৎসক খায়রুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাটিয়াখড়া কবরস্থান থেকে একদল শিয়াল লোকালয়ে ঢুকে। প্রথমে বাটিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করা বৃদ্ধ আব্দুল কাদের (৬০), লাল্টু প্রামাণিক (৫৫) ও ওয়াজেদ আলীকে (৩০) কামড় দেয়। পরে শিয়ালের দলের আক্রমণে আন্জুয়ারা খাতুন (৪২), জেসমিন খাতুন (১৪), রঞ্জনা খাতুন (২৫), নিলয় হোসেন (৭), রাবেয়া খাতুন (৯) রেহেনা খাতুন (৪৫), রাজিয়া খাতুনসহ (৩০) ওই গ্রামের অন্তত ২০ জন আহত হয়।

পরবর্তীতে শিয়ালের দল পার্শ্ববর্তী রাকসা, সোনা পদ্মা ও চকপাড়া গ্রামে হানা দিয়ে অন্তত ২০ জনকে আহত করেন। এ সময় চকপাড়া গ্রামের কালু মিয়া (৬০), সামছুল ইসলাম (৪০), আবু মুসাসহ (২৬) ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আরও কয়েকজনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা-তুজ জান্নাত বলেন, গতকাল রাতের ঘটনায় এখন পর্যন্ত ৩ জন এসে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন গ্রহণ করেছেন। আহত ব্যক্তিরা স্বাস্থ্যকেন্দ্রে এলে তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত