Ajker Patrika

নলডাঙ্গায় যুবলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গায় যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমানসহ (৫৬) দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ শনিবার উপজেলার বাসুদেবপুর শ্রী শ্রী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছে থেকে তিনটি ককটেল, পাঁচটি পেট্রল বোমা ও একটি দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়।

আটক মাববুর রহমান উপজেলার হরিদা খলসি গ্রামের বাসিন্দা ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। আটক অপর ব্যক্তি হলেন–একই গ্রামের মহিদুল ইসলাম (৪৯)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বাসুদেবপুর শ্রী শ্রী বিদ্যানিকেতন স্কুল এলাকায় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান ও তার সহযোগী মহিদুল ইসলাম একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল।

এ সময় তাদের ঘেরাও করে ব্যাগ তল্লাশি করে তিনটি ককটেল, পাঁচটি পেট্রল বোমা ও একটি হাসুয়া উদ্ধার করে স্থানীরা। পরে দুজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত