Ajker Patrika

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় কৃষক লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২১ মে ২০২৩, ১১: ৩৭
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় কৃষক লীগ নেতা নিহত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু (৪৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সাইরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল হক আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইমন মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইমন মণ্ডল জানান, জেলা কৃষক লীগের সভাপতি তাজবুল হক, সহসভাপতি আব্দুল কুদ্দুস ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু মহানগরীর কোর্ট স্টেশন থেকে একটি অটোরিকশায় চড়ে কাশিয়াডাঙ্গা মোড়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী লিটনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় সাইরগাছা মোড় এলাকায় পেছন থেকে অটোরিকশাটিকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়।

স্থানীয়রা আহত চিনু এবং তাজবুলকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক চিনুকে মৃত ঘোষণা করেন। অপর কৃষক লীগ নেতা কুদ্দুস সুস্থ রয়েছেন। 

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ফেলে চালক পালিয়ে গেছেন। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত