Ajker Patrika

প্রবাসী স্বামীর সঙ্গে ‘সম্পর্কের অবনতি’: ভাঙ্গুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৪: ১৮
প্রবাসী স্বামীর সঙ্গে ‘সম্পর্কের অবনতি’: ভাঙ্গুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ

পাবনার ভাঙ্গুড়ায় রুমা খাতুন (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে পুলিশ বলছে, প্রবাসী স্বামীর সঙ্গে ‘সম্পর্কের অবনতির’ কারণে তিনি আত্মহত্যা করেছেন। 

ওই গৃহবধূ উপজেলার চকমইষাট গ্রামের মৃত খায়রুল ইসলামের মেয়ে। তিনি পাশের ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের কুয়েতপ্রবাসী জাকারিয়া রহমানের স্ত্রী। 

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় দুই বছর আগে জাকারিয়া রহমানের সঙ্গে রুমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামী জাকারিয়া কুয়েত চলে যান। দুই মাস ধরে জাকারিয়ার সঙ্গে রুমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাই মন কষ্ট নিয়ে বাবার বাড়িতে চলে আসেন রুমা। 

তাঁরা আরও জানান, গতকাল বৃহস্পতিবার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় বাড়ির সবাই সেখানে ছিল। রুমার মা শিল্পী খাতুন রাত ১১টার দিকে সেখান থেকে বাড়ি ফিরে দেখেন শোয়ার ঘরের আড়ার সঙ্গে তাঁর মেয়ে ঝুলছে। প্রতিবেশীদের সহায়তায় দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘শুনেছি মেয়েটি শোয়ার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে জানাতে পারেনি।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মাস দুয়েক হলো জাকারিয়ার সঙ্গে রুমার সম্পর্কের অবনতি হয়। ধারণা করা হচ্ছে, এ কারণে রুমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সকালে মরদেহটি উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত