Ajker Patrika

শেরপুরে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৪২
শেরপুরে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার শেরপুরে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক জামাইয়ের বিরুদ্ধে। আজ সোমবার বিকেলে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জামাই সোলেমানকে (৫৫) আটক করেছে। নিহত আব্দুস সাত্তার আকন্দ (৮০) ও সোলেমানের বাড়ি পাশাপাশি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় আয়শা বেগম বলেন, ‘আজ সোমবার বিকেলে আব্দুস সাত্তার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সোলেমান তাঁর পথরোধ করে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনা জানতে পেরে প্রতিবেশীরা ছুটে এসে সাত্তারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

নিহতের ছেলে মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সোলেমান আমার বড় বোনের স্বামী। সে আগেও আমার বাবাকে দুবার পিটিয়ে আহত করেছে। তখন আমরা গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসা করেছি। এবার সে আমার বাবাকে হত্যা করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে সোলেমানকে আটক করে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত