সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোকান কর্মচারীকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের মামলায় চারজনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রত্যককে ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকার অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার ও পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ ওরফে রাসেল, ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদ সেখের ছেলে নাহিদ ও আলম সেখের ছেলে আব্দুল মমিন। তাঁরা সবাই পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের এসএস রোডের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম সেখ দোকানের বকেয়া টাকা তোলার জন্য জেলার উল্লাপাড়ায় যান। সেদিন রাতে তাঁর সঙ্গে দোকানমালিক ও পরিবারের সদস্যরা যোগাযোগ করেও খোঁজ পাননি।
পরদিন উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া থেকে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ বিষয়ে শামিমের বাবা শামসুল হক উল্লাপাড়া থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ, মো. রবিন, মো. নাহিদ ও মো. রিপনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলা চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য–প্রমাণ শেষে আদালত আজ আদালত চার আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামি রিপনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোকান কর্মচারীকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের মামলায় চারজনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রত্যককে ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকার অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার ও পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ ওরফে রাসেল, ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদ সেখের ছেলে নাহিদ ও আলম সেখের ছেলে আব্দুল মমিন। তাঁরা সবাই পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের এসএস রোডের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম সেখ দোকানের বকেয়া টাকা তোলার জন্য জেলার উল্লাপাড়ায় যান। সেদিন রাতে তাঁর সঙ্গে দোকানমালিক ও পরিবারের সদস্যরা যোগাযোগ করেও খোঁজ পাননি।
পরদিন উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া থেকে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ বিষয়ে শামিমের বাবা শামসুল হক উল্লাপাড়া থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ, মো. রবিন, মো. নাহিদ ও মো. রিপনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলা চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য–প্রমাণ শেষে আদালত আজ আদালত চার আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামি রিপনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।
খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
২ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৬ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩২ মিনিট আগে