Ajker Patrika

আটঘরিয়ায় পাখি শিকার করায় ৫ জনকে জরিমানা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আটঘরিয়ায় পাখি শিকার করায় ৫ জনকে জরিমানা

পাবনার আটঘরিয়ায় পাঁচজন পেশাদার পাখি শিকারিকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহারুল ইসলাম। 

অর্থদণ্ড পাওয়া পাখি শিকারিরা হলেন আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের পাড়াসিদাই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম (৬৫), খাজিরুদ্দীন ইসলাম (৬০), আবু তালেব (৬০), কাওসার হোসেন (১৭) ও সুমন হোসেন (২১)। 

অর্থদণ্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউএনও নাহারুল ইসলাম। তিনি বলেন, ‘এ সময় উদ্ধার করা ১০টি ঘুঘু পাখি অবমুক্ত ও জব্দ করা কারেন্ট জালসহ পাখি শিকারের ফাঁদ পুড়িয়ে ধ্বংস করা হয়।’ 

ইউএনও নাহারুল ইসলাম আরও বলেন, ‘প্রতি বছর এই সময় কিছু পেশাদার পাখি শিকারি নেট-জালসহ বিভিন্ন ফাঁদ তৈরি করে পাখি শিকার করেন। এ বছরও উপজেলার বিভিন্ন বিলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবাধে পাখি শিকার চলছে। এ বিষয়ে পরিবেশ কর্মী ও স্থানীয় প্রশাসন সজাগ আছেন। মাঝেমধ্যে অভিযান পরিচালনা করে পাখি শিকারিদের আটক করাসহ বিতাড়িত করা হয়। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৪টার দিকে উপজেলার খিদিরপুরের পদ্মবিলের দুর্গম এলাকায় আটঘরিয়া থানার পুলিশ ফোর্স সদস্যরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে এই অভিযান শুরু করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত