Ajker Patrika

করোনার দ্বিতীয় ডোজ নিলেন ফজলে হোসেন বাদশা

প্রতিনিধি, রাজশাহী
করোনার দ্বিতীয় ডোজ নিলেন ফজলে হোসেন বাদশা

রাজশাহীতে সবার আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি দ্বিতীয় ডোজের টিকা নেন।

রাজশাহী সদর আসনের এই সংসদ সদস্য এর আগে গত ৭ ফেব্রুয়ারি রামেক হাসপাতালে করোনার প্রথম ডোজ নেন। সেদিন তার সহধর্মিণী নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি তাসলিমা খাতুনও টিকা নেন।

টিকা নেওয়ার পর বাদশা বলেন, যারা এরই মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন, তারা অবহেলা করবেন না। সময়মতো হাসপাতালে এসে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

করোনার দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরুর সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বৃহস্পতিবার হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৫৪০ জন। আর টিকার প্রথম ডোজ নিয়েছেন ১০০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত