Ajker Patrika

আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লিগের পেজে রাবি শিক্ষার্থীদের আনন্দ মিছিলের ছবি

রাবি প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৭: ১৩
আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লিগের পেজে রাবি শিক্ষার্থীদের আনন্দ মিছিলের ছবি

আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লিগের ফেসবুক পেজে স্থান পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্জেন্টিনা ভক্তদের আনন্দ মিছিলের ছবি। গত ২০ নভেম্বর প্রিয় দলকে শুভকামনা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে করা আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিলের ছবিটি প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ছবিটি প্রকাশ করা হয়।

এর আগে এই পেজে মেসির হাতে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি বসিয়ে বাংলাদেশি ভক্তদের সম্মান জানায় আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লিগ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে এই কর্তৃপক্ষ দেশটির ঘরোয়া লিগ পরিচালনার দায়িত্বে রয়েছে।

এদিকে ছবি প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনার সমর্থক শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায়। অনেকেই বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পরিবার গ্রুপ ও নিজ নিজ টাইমলাইনে পোস্টটি শেয়ার করে ভালোবাসার বহিঃপ্রকাশ জানাচ্ছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জি এম অপি বলেন, ‘আর্জেন্টিনার ফটবল লিগের পেজে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের আনন্দ মিছিলের ছবি প্রকাশ করেছে। দলের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। আমাদের পরিপূর্ণ আত্মবিশ্বাস আছে এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠবে।’ আর্জেন্টিনার জয়ে পুরো বিশ্ব জয়গানে মেতে উঠবে বলে প্রত্যাশা এ ফুটবল ভক্তের।

বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থক বাংলা বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘পোস্টটি দেখে অত্যন্ত ভালো লাগছে। আমরা বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে এত ভালোবাসি সেই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা শিকার এই পোস্টটি। তাদের পেজে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছবি আপলোড করে বিশ্বকে জানান দিয়েছেন যে বাংলাদেশের মানুষ তাদেরকে কতটা সমর্থন করে আর মেসিকে কতটা ভালোবাসে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত