Ajker Patrika

প্রতারণার অভিযোগ: রাজশাহীতে এমটিএফইর সিইওসহ দুজন গ্রেপ্তার

রাবি প্রতিনিধি
প্রতারণার অভিযোগ: রাজশাহীতে এমটিএফইর সিইওসহ দুজন গ্রেপ্তার

রাজশাহীতে অনলাইনভিত্তিক অ্যাপ এমটিএফইর প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির সিইওসহ দুজনকে গ্রেপ্তার করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বুধবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন এমটিএফইর সিইও দীপেন্দ্রনাথ সাহা (৪৩) ও লতিফুল বারি (৪২)। দীপেন্দ্রনাথ মোহনপুরের বিষহরা গ্রামের ধীরেন্দ্রনাথ সাহার ছেলে। তিনি পাশের বাগমারা উপজেলার খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের ধর্ম (হিন্দু) বিষয়ের শিক্ষক। বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে লোকজনকে এমটিএফই সম্পর্কে ধারণা দিতেন এবং তাদের প্রভাবিত করতেন তিনি। লতিফুল বারি নওগাঁর মহাদেবপুর উপজেলার আব্দুর রশীদের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। তিনি বলেন, ‘নগরীর রাজপাড়া থানায় এমটিএফইর প্রতারণার ঘটনায় মামলা হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথ তদন্ত করে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। তদন্তে পুরো ঘটনা বের হয়ে আসবে।’

পুলিশ কমিশনার আরও বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, তাঁদের মাধ্যমে ইনভেস্ট করে অনেকেই প্রতারিত হয়েছেন। তবে প্রতারিতরা কী পরিমাণ ইনভেস্ট করেছেন সে বিষয়ে এখনো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। আশা করছি, তাঁদের জিজ্ঞাসাবাদ করলে এ ব্যাপারে সব তথ্য জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত