Ajker Patrika

চুরি ও ছিনতাই হওয়া ৩৩ মোবাইল ফোন উদ্ধারের পর হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
উদ্ধার হওয়া মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
উদ্ধার হওয়া মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া অথবা চুরি, ছিনতাই হওয়া ৩৩টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী জেলা পুলিশ। গতকাল বুধবার সকালে মালিকদের কাছে এসব মোবাইল ফোন হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সময় এসব মোবাইল ফোন মালিকেরা কোথাও হারিয়ে ফেলেছিলেন। কারও মোবাইল ফোনটি চুরি বা ছিনতাই হয়েছিল। মালিকেরা তাদের হারানো মোবাইল ফোনের বিষয়ে জেলার সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছিলেন। জেলা পুলিশ অভিযোগের আলোকে তথ্য প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন সেটের ব্যবহারকারীকে শনাক্ত করে মোবাইল ফোনসেটগুলো উদ্ধার করে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, ফোন মালিকদের কাগজপত্র যাচাই-বাছাই করে তাদের কাছে প্রত্যেকের মোবাইল ফোন সেট হস্তান্তর করা হয়েছে। কারও মোবাইল ফোন হারালে বা চুরি-ছিনতাই হলে কাছাকাছি থানায় অভিযোগ দিতে পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত