Ajker Patrika

গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ: ৩ যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ: ৩ যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সালমা খাতুন এই রায় দেন। এই আদালতের পেশকার মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পেঙ্গুয়ারি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে আতিক, একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাসিব উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরণ ও মৃত ইউনুস আলীর ছেলে মো. নয়ন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ১১ জুন রাতে ভিকটিম ও তাঁর স্বামী মিলে হাসিব উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরণের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে নিজ বাড়ি তাড়াশে ফিরছিলেন। পথে উপজেলার ওয়াপদা বাঁধ থেকে রানীহাটগামী আঞ্চলিক সড়কের রাঙ্গাপাড়া পৌঁছালে পাঁচজন যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর তারা ওই নারীর স্বামীর চোখ বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ১২ জুন তাড়াশ থানায় মোটরসাইকেলের চালকসহ ছয়জনের নামে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৬ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলার সাক্ষ্য প্রমাণ শেষে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত