Ajker Patrika

চার দিন ধরে বেড়ে চলেছে যমুনার পানি 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২২: ১৯
চার দিন ধরে বেড়ে চলেছে যমুনার পানি 

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। গত চার দিনে নদীর পানি ৮৪ সেন্টিমিটার বেড়েছে। এতে নদীর তীরবর্তী অঞ্চল তলিয়ে যাচ্ছে। তবে নদীর পানি এখনো বিপৎসীমার ১৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুজ্জামান জানান, গত চার দিন ধরে যমুনা নদীতে পানি বেড়েই চলেছে। ৫ অক্টোবর যমুনা নদীর পানি কাজীপুর মেঘাই ঘট পয়েন্টে ১৪ সেন্টিমিটার, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ১২ সেন্টিমিটার বেড়েছে।

এ ছাড়া ৬ অক্টোবর কাজীপুর পয়েন্টে ২৯ সেন্টিমিটার ও শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২৫ সেন্টিমিটার, ৭ অক্টোবর কাজীপুর পয়েন্টে ৩২ সেন্টিমিটার ও শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৩৩ সেন্টিমিটার পানি বেড়েছে। আজ কাজীপুর পয়েন্টে ৯ সেন্টিমিটার ও শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ১৪ সেন্টিমিটার পানি বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘যমুনা নদীতে পানি বাড়ছে আবার কমে যাচ্ছে। গত চার দিন ধরে পানি বেড়েই চলেছে। তবে এতে ভয়ের কিছু নেই। আগামী দু-এক দিন পানি বাড়বে। তার পর পানি কমতে শুরু করবে। পানি এখন বিপৎসীমার ১৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত