Ajker Patrika

নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৫: ৫৬
নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে রাবেদা (১৫) নামের এক কিশোরীর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামে এ ঘটনা ঘটেছে। সে টগরইল গ্রামের রুবেল হোসেনের মেয়ে। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

রাবেদার স্বজন ও থানা সূত্রে জানা গেছে, বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় মা অন্যত্র বিয়ে করেন। তাতে একা হয়ে পড়ে রাবেদা। তখন কিশোরী বয়সেই চার বছর আগে তার বিয়ে দেন চাচারা। বিয়ের দুই বছরের মাথায় সন্তানের জন্ম দেয় রাবেদা। এদিকে তার স্বামী আবু সাইদ (৩০) ঢাকায় গার্মেন্টসে চাকরি নিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক অশান্তির কারণে রাবেদা বাবার বাড়িতেই থাকছিলেন।

আরও জানা গেছে, ঈদের আগে রাবেদাকে বাড়ি নিয়ে যেতে চান তার স্বামী আবু সাইদ। কিন্তু সঙ্গে যেতে রাজি না হওয়ায় তালাকের হুমকি দেন তিনি। তখন রাবেদা বিষপান করে। তাকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় রাবেদার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত