Ajker Patrika

রাজশাহী কলেজের ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আটক ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা
আটক ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী কলেজের এক কর্মীকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা আড়াইটার দিকে মারধরের পর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক শিক্ষার্থীর নাম আতিকুর রহমান। তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। বাবার নাম আবদুল খালেক।

প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, দুপুরে মুসলিম ছাত্রাবাসের সামনের একটি চায়ের দোকানে বসে ছিলেন আতিকুর রহমান। এ সময় কিছু শিক্ষার্থী তাকে সেখান থেকে মুসলিম ছাত্রাবাসে ধরে নিয়ে যান। এরপর তাঁর মোবাইল ফোনে দেখা যায়, তিনি এখনো ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত আছেন। তখন তাঁকে মারধর করা হয় এবং তুলে দেওয়ার জন্য পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মী আতিকুরকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে নিয়ে আসে। তাঁর নামে মামলা করা হবে। এরপর আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত