Ajker Patrika

রাজশাহী সদর আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনলেন ডাবলু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সদর আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনলেন ডাবলু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের দলীয় প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন দলটির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। আজ রোববার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

বিষয়টি নিশ্চিত করে ডাবলু সরকার বলেন, ‘রাজশাহী সদর আসনটি ১৫ বছর ধরেই জোটের শরীক ওয়ার্কার্স পার্টির দখলে। আমাদের দলের সবার প্রত্যাশা এবার যেন দলীয় নেতাকেই মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগে এ রকম যোগ্য অনেক নেতা আছেন।’ 

তিনি আরও বলেন, ‘আরও অনেকে হয়তো মনোনয়ন ফরম তুলবেন, আমিও তুলেছি। দল যদি মনোনয়ন দেয়, তাহলে অবশ্যই নির্বাচনে প্রার্থী হব। এখানে জোটের প্রার্থী হবে না কি, দলীয় প্রার্থী দেওয়া হবে, তা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।’ 

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু এবং মহানগর যুবলীগের সদ্য সাবেক সভাপতি রমজান আলীসহ আরও কয়েকজন দলীয় প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনবেন। 
 
গত বছরের মার্চে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার একটি ভিডিও ইস্যুতে কোণঠাসা হয়ে পড়েন। তাঁকে বহিষ্কারের দাবিতে দলীয় নেতা-কর্মীরাই আন্দোলন করেন। তবে শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভিডিও ইস্যুতে ডাবলু সরকার কিছুদিন নিষ্ক্রিয় থাকলেও তিনি এখন সক্রিয় হয়েছেন। অনুসারীদের নিয়ে একাই নানা কর্মসূচি পালন করছেন। 

আর নগর আওয়ামী লীগের সভাপতিসহ বড় একটি অংশ ডাবলু সরকারকে ছাড়া কর্মসূচি পালন করে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত