বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ট্রাক প্রতীকের কর্মীদের ওমর হামলা চালানোর অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ সময় ট্রাক প্রতীকের চার কর্মী আহত হন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের চান্দাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এটি ষড়যন্ত্র।
আহতরা হলেন চান্দাই গ্রামের জাহিদুল ইসলাম ছেলে স্যুইট হোসেন (২৮), তামিরুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (১৮), রাজা মিয়া (৪২) ও হাসান আলী (৩৬)। তাঁদের মধ্যে রাজা মিয়া ও হাসান আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্যুইট হোসেন ও রাব্বি হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় আহত স্যুইট হোসেনের বাবা জাহিদুল ইসলাম থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকারকে গ্রেপ্তার করে।
চান্দাই ইউপির সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান খেচু বলেন, ‘আমরা দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী। মঙ্গলবার রাতে চান্দাই বাজারে ট্রাক প্রতীকের একটি মিছিল শেষে রাত সাড়ে ৯টার দিকে চান্দাই ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনী প্রচারণা সভা হচ্ছিল। এ সময় নৌকার কর্মী ওয়াদুদ সরকরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নৌকার স্লোগান দিয়ে আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এতে সুইট হোসেন, রাব্বী হোসেনসহ চরজন আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
গ্রেপ্তারের আগে ওয়াদুদ সরকারকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘আমি এই ঘটনায় কিছুই জানি না। তারা নিজেরা এ ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডলি রাণী বলেন, দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নৌকা প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান বলেন, ‘এটি ষড়যন্ত্র করে ঘটানো হয়েছ। নির্বাচনী অপপ্রচার চালানোর জন্য নিজেরা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। তাদের অতীতে এ ধরনের মিথ্যা ঘটনা ঘটানোর ইতিহাস আছে।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক প্রতীকের কর্মীদের ওমর হামলা চালানোর অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ সময় ট্রাক প্রতীকের চার কর্মী আহত হন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের চান্দাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এটি ষড়যন্ত্র।
আহতরা হলেন চান্দাই গ্রামের জাহিদুল ইসলাম ছেলে স্যুইট হোসেন (২৮), তামিরুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (১৮), রাজা মিয়া (৪২) ও হাসান আলী (৩৬)। তাঁদের মধ্যে রাজা মিয়া ও হাসান আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্যুইট হোসেন ও রাব্বি হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় আহত স্যুইট হোসেনের বাবা জাহিদুল ইসলাম থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকারকে গ্রেপ্তার করে।
চান্দাই ইউপির সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান খেচু বলেন, ‘আমরা দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী। মঙ্গলবার রাতে চান্দাই বাজারে ট্রাক প্রতীকের একটি মিছিল শেষে রাত সাড়ে ৯টার দিকে চান্দাই ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনী প্রচারণা সভা হচ্ছিল। এ সময় নৌকার কর্মী ওয়াদুদ সরকরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নৌকার স্লোগান দিয়ে আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এতে সুইট হোসেন, রাব্বী হোসেনসহ চরজন আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
গ্রেপ্তারের আগে ওয়াদুদ সরকারকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘আমি এই ঘটনায় কিছুই জানি না। তারা নিজেরা এ ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডলি রাণী বলেন, দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নৌকা প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান বলেন, ‘এটি ষড়যন্ত্র করে ঘটানো হয়েছ। নির্বাচনী অপপ্রচার চালানোর জন্য নিজেরা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। তাদের অতীতে এ ধরনের মিথ্যা ঘটনা ঘটানোর ইতিহাস আছে।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৩ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে