Ajker Patrika

হাত হারানো রবিউলের চিকিৎসা চলছে ঋণ করে

রাজশাহী প্রতিনিধি
হাত হারানো রবিউলের চিকিৎসা চলছে ঋণ করে

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে হাত হারানো রবিউল ইসলামের চিকিৎসা চলছে ধার দেনা করে। বাসের সুপারভাইজার হিসেবে কাজ করে যে টাকা রবিউল আয় করতেন তার সবই শেষ হতো সংসার চালাতে। এখন চিকিৎসার জন্য টাকা নেই। রবিউলের খোঁজ নেননি বাস মালিকও। 

গতকাল মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এসব তথ্য জানান রবিউলের স্ত্রী সাজেদা বেগম। 

 তিনি বলেন, ‘স্বামীই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। ওর আয় দিয়েই সংসার চলত। আমাদের জায়গা-জমি কিছুই নেই। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত কেউ কোনো খোঁজ নেয়নি। ছেলে, স্বামী সংসার নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। কী করব ভেবে পাচ্ছি না।’ 

রবিউলের বড় ভাই মো. হানিফ বলেন, ‘রবিউলের বাম হাতটি ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের অন্যান্য স্থান কিছু কেটে গেছে। এর বাইরে সমস্যা নেই। তবে রবিউলের সেরে উঠতে সময় লাগবে বলে চিকিৎসক জানিয়েছেন।’ 

তিনি বলেন, ‘কোনো সংগঠন বা ব্যক্তি এখন পর্যন্ত রবিউলকে সহযোগিতা করেনি। কেউ কোনো খোঁজও নেননি। মামাতো ভাই ওষুধের দোকানে কাজ করেন, সেখান থেকে প্রয়োজনীয় সব ওষুধ বাকিতে আনা হচ্ছে। অন্যান্য খরচ আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করা হচ্ছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ওয়ালিউল্লাহ জিয়া বলেন, ‘রবিউল আমাদের ইউনিয়নের সদস্য না। তার কেউ খোঁজ খবর নেয়নি এমন কিছুও আমি জানি না। আমি খোঁজখবর নিয়ে আপনাকে জানাব।’ 

উল্লেখ্য, গত শনিবার নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার রবিউল ইসলাম। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও একটি হাত হারিয়েছেন তিনি। ফলে সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির পরিবারে এখন নেমে এসেছে চরম অনিশ্চয়তা। ছোট দুই শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে যেন অন্ধকারে পড়েছেন মা সাজেদা বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত