Ajker Patrika

রামেকে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রামেকে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগী মারা গেছেন। আজ শনিবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই দুই রোগী মারা যান।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সামেনা খাতুন (৩৯) ও পাবনার সুজানগরের কামরুল ইসলাম (২৮)।

এ বিষয়ে শামীম ইয়াজদানী বলেন, মৃত দুজনকেই গতকাল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বাঁচানো সম্ভব হয়নি। 

শামীম ইয়াজদানী আরও বলেন, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন চারজন। বর্তমানে হাসপাতালে ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত