Ajker Patrika

‘আজকের পত্রিকা আগামী দিনে শীর্ষস্থান দখল করবে’

জয়পুরহাট প্রতিনিধি
‘আজকের পত্রিকা আগামী দিনে শীর্ষস্থান দখল করবে’

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন বলেছেন, ‘করোনা মহামারির মধ্যে যাত্রা শুরু করে আজকের পত্রিকা মিডিয়া জগতে তৃতীয় স্থান দখল করেছে। এটা খুব চ্যালেঞ্জিং বিষয় ছিল। পত্রিকাটির গেট-আপ ও সেট-আপ খুব ভালো। সংবাদ পরিবেশনের ধাঁচ ও বিষয়বস্তু নির্বাচন অন্যান্য পত্রিকার থেকে আলাদা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আজকের পত্রিকা আগামী দিনে দেশের শীর্ষস্থান দখল করবে-এমনটিই প্রত্যাশা করছি।’

আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এসব কথা বলেন। বেলা ১১টায় জেলা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আতাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন মুনি, অর্থ সম্পাদক মুনির হোসেন, প্রচার সম্পাদক আরমান হোসেন, সাংবাদিক রবিউল ইসলাম রুবেল, তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন, আজকের পত্রিকার আক্কেলপুর উপজেলা প্রতিনিধি নিয়াজ মোর্শেদ প্রমুখ।

আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত