রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইন্টারনেটের ধীর গতির জন্য প্রায় সমালোচিত হয় প্রশাসন। একাধিক রাউটার বসিয়েও মিলছে না সুফল। এ অবস্থায় আবাসিক হল ও অন্যান্য ভবনে ইন্টারনেটের ধীর গতির সমস্যা সমাধানে ওয়াইফাইয়ের বিকল্প হিসেবে ল্যান সংযোগ দেওয়ার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য ১৮টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছেলেদের ১১টি ও মেয়েদের ৭ টি।
সরেজমিনে ছাত্রদের আবাসিক হলগুলো ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাড়া অন্যান্য হলে প্রতি ফ্লোরে মাত্র ২টি করে রাউটার বসিয়ে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। এতে দুই সিট বা এক সিট বিশিষ্ট কক্ষগুলোতে কিছুটা ধীর গতিতে ইন্টারনেট চলছে। কিন্তু চারজনের কক্ষে ইন্টারনেট সিগন্যাল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু হলের প্রতিটি কক্ষের সামনে রাউটার বসানো হলেও আশানুরূপ গতি পাচ্ছেন না শিক্ষার্থীরা। এর কারণ হিসেবে আইসিটি সেন্টার বলছে, অল্প দূরত্বে অতিরিক্ত রাউটার স্থাপন করা হলে সিগন্যালগুলো ক্রস করে। এতে ইন্টারনেটের গতি কমে আসে। এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াইফাইয়ের পরিবর্তে ল্যান (লোকাল এরিয়া নেটওয়ার্ক) সংযোগ পদ্ধতিতে ইন্টারনেট সরবরাহ করা হবে। এরই মধ্যে বেসরকারি ইন্টারনেট সরবরাহ প্রতিষ্ঠান ‘বিডিরেনের’ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব কটি হল ও প্রশাসনিক ভবনে সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। সপ্তাহ খানিক আগেই তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, আমরা এ মাসের ১৫-১৬ তারিখের দিকে প্রস্তাবটি পাব। এর পরপরই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।
অধ্যাপক বাবুল ইসলাম আরও বলেন, যদিও এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে এটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের ইন্টারনেটের গতি নিয়ে যে অভিযোগ রয়েছে তা আর থাকবে না। কারণ নতুন ব্যবস্থায় আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রতি কক্ষেই ল্যান সংযোগ পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে তার দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে দেওয়া হবে সংযোগ। আর প্রতিটি কক্ষেই প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ল্যান সংযোগ দেওয়া হবে। কেউ চাইলে সেখান থেকে রাউটারের মাধ্যমে মোবাইলে সংযোগ নিতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইন্টারনেটের ধীর গতির জন্য প্রায় সমালোচিত হয় প্রশাসন। একাধিক রাউটার বসিয়েও মিলছে না সুফল। এ অবস্থায় আবাসিক হল ও অন্যান্য ভবনে ইন্টারনেটের ধীর গতির সমস্যা সমাধানে ওয়াইফাইয়ের বিকল্প হিসেবে ল্যান সংযোগ দেওয়ার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য ১৮টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছেলেদের ১১টি ও মেয়েদের ৭ টি।
সরেজমিনে ছাত্রদের আবাসিক হলগুলো ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাড়া অন্যান্য হলে প্রতি ফ্লোরে মাত্র ২টি করে রাউটার বসিয়ে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। এতে দুই সিট বা এক সিট বিশিষ্ট কক্ষগুলোতে কিছুটা ধীর গতিতে ইন্টারনেট চলছে। কিন্তু চারজনের কক্ষে ইন্টারনেট সিগন্যাল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু হলের প্রতিটি কক্ষের সামনে রাউটার বসানো হলেও আশানুরূপ গতি পাচ্ছেন না শিক্ষার্থীরা। এর কারণ হিসেবে আইসিটি সেন্টার বলছে, অল্প দূরত্বে অতিরিক্ত রাউটার স্থাপন করা হলে সিগন্যালগুলো ক্রস করে। এতে ইন্টারনেটের গতি কমে আসে। এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াইফাইয়ের পরিবর্তে ল্যান (লোকাল এরিয়া নেটওয়ার্ক) সংযোগ পদ্ধতিতে ইন্টারনেট সরবরাহ করা হবে। এরই মধ্যে বেসরকারি ইন্টারনেট সরবরাহ প্রতিষ্ঠান ‘বিডিরেনের’ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব কটি হল ও প্রশাসনিক ভবনে সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। সপ্তাহ খানিক আগেই তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, আমরা এ মাসের ১৫-১৬ তারিখের দিকে প্রস্তাবটি পাব। এর পরপরই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।
অধ্যাপক বাবুল ইসলাম আরও বলেন, যদিও এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে এটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের ইন্টারনেটের গতি নিয়ে যে অভিযোগ রয়েছে তা আর থাকবে না। কারণ নতুন ব্যবস্থায় আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রতি কক্ষেই ল্যান সংযোগ পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে তার দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে দেওয়া হবে সংযোগ। আর প্রতিটি কক্ষেই প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ল্যান সংযোগ দেওয়া হবে। কেউ চাইলে সেখান থেকে রাউটারের মাধ্যমে মোবাইলে সংযোগ নিতে পারবেন।
বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী ২৬টি গ্রামে প্রায় ৩১ হাজার একর জমিতে বিস্তৃতি পেয়েছে পেয়ারাবাগান। এই পেয়ারা উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত প্রায় ২০ হাজার পরিবার। বরিশালের বানারীপাড়া পেয়ারা চাষে প্রসিদ্ধ হলেও ঝালকাঠির ভিমরুলী গ্রামে ঐতিহ্যবাহী ভাসমান হাট এই অঞ্চলের কৃষি, ব্যবসা...
৩ ঘণ্টা আগেরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ড সভায় অংশ নিলেই কর্মকর্তারা সম্মানী পাবেন ১২ হাজার টাকা। ৩ হাজার টাকা থেকে একলাফে চার গুণ বাড়িয়ে সম্মানীর এই অঙ্ক নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সিদ্ধান্ত অনুযায়ী, মাসে বর্তমানে একটি সভার ব্যবস্থা থাকলেও তা একাধিকবার হতে পারবে।
৪ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে এমপি হওয়ার অভিযোগ এনে মামলা করেছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা। বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত এবার টিপুকে...
৪ ঘণ্টা আগেসাপের ছোবলে আরমান তালুকদার (২১) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা গ্রামের তালুকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার আবদুল মাবুদ জহির তালুকদারের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ইউনিয়ন শাখা...
৪ ঘণ্টা আগে